হীনম্মন্যতা দূর করুন

হীনম্মন্যতা দূর করুন
-
ক্রমাগত নেতিবাচক চিন্তা মনের গভীরে হীনম্মন্যতার জন্ম দেয়। হীনম্মন্যতা এমন এক দুষ্ট ক্ষত যা একদিকে মনােদৈহিক জটিলতা সৃষ্টি করে এবং অপর দিকে সাফল্য
ও প্রাচুর্যের পথে অলঙ্নীয় প্রতিবন্ধকতার কারণ হয়। মানুষের অসীম সম্ভাবনার পথে, আত্মবিকাশের পথে এক বড় অন্তরায় হচ্ছে হীনম্মন্যতা। হীনম্মন্যতার কারণ বেশিরভাগ সময়ই একাধিক। এ কারণগুলােকে শনাক্ত করতে পারলে এগুলাের অসারত্ব খুব সহজেই অনুধাবন করা যায়। আর এর ফলে সৃষ্ট মনােজাগতিক দাসত্বের শৃঙ্খলও সহজেই ছিন্ন করা যায়।
চোখ বন্ধ করে নিজের মনের বিশাল আয়নায় নিজেকে দেখুন। নিজেকে বিশ্লেষণ করুন। কোন ধরনের হীনম্মন্যতায় আপনি ভােগেন...
এক এক করে বের করার চেষ্টা করুন... সময় নিয়ে বিশ্লেষণ করুন...
-
★১. আপনি কি আপনার চেহারা, উচ্চতা, রং, রূপ, কণ্ঠস্বর বা শারীরিক কোন ত্রুটি নিয়ে হীনম্মন্যতায় ভােগেন?...
এটা আপনার প্রাচুর্য ও সাফল্যের পথে অন্তরায় নয়...
দেখুন না মহাকবি শেখ সাদীর চেহারা ছিল খুব বিশ্রি...
সঙ্গীত সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরের চেহারা... মােটেই সুশ্রী নয় ।
নেপােলিয়ন বেঁটে ছিলেন...
তৈমুর লং খোঁড়া ছিলেন...
মহিয়সী হেলেন কেলার অন্ধ ও বধির ছিলেন...
বিজ্ঞানী স্টিফেন হকিং পঙ্গু ছিলেন...
-
★২. প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কি আপনি হীনম্মনতায় ভােগেন? প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা সুবিধা দেয় কিন্তু তা না থাকলেও চিন্তার কিছু নেই। এটা প্রাচুর্য ও সাফল্যের
পথে অন্তরায় নয়,..
বিজ্ঞানী ও আবিষ্কারক আলভা এডিসন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বৈদ্যুতিক বাতি, মাইক্রোফোন, চলচ্চিত্রসহ শতাধিক আবিষ্কার করে পৃথিবীকে ঋণী করে রেখে গেছেন,..
মাইকেল ফেরাডে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিজ্ঞানী হয়েছেন...
লালন-রবীন্দ্রনাথ-নজরুল প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই অমর হয়ে আছেন...
প্রাতিষ্ঠানিক ডিগ্রিবিহীন এই ব্যক্তিত্বদের নিয়ে গবেষণা করেই পণ্ডিতরা এখন পিএইচডি ডিগ্রি লাভ করছেন...
কোনাে ডিগ্রি ছাড়াই শত শত মানুষ ধনকুবের হয়েছেন...
আপনার কোন ডিগ্রি না থাকলেও আপনি সফল হতে পারেন...
-
★৩. আপনার বংশ পরিচয় নিয়ে কি আপনি হীনম্মন্যতায় ভােগেন? নিজেকে হেয় ও তুচ্ছ মনে করেন...?
ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের বেশিরভাগেরই পরিচয় দেয়ার মত বংশ ছিল না...
তারাই নতুন বংশধারা সৃষ্টি করেছেন...
ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর হরিজন ছিলেন...
খনার বচনের বিদূষী মহিলা খনা নিম্নবর্ণের ছিলেন... শ্রীলংকার প্রেসিডেন্ট প্রেমদাসা বস্তির ছেলে ছিলেন...
ধনকুবের এন্ড্রু কার্নেগী, এরিস্টটল ওনাসিস, কিম জু জুং, আর পি সাহা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন...
মাও সে তুং, হাে চি মিন কৃষক পরিবারের সন্তান ছিলেন...
-
অতএব আপনার কোন বংশপরিচয় না থাকলেও আপনি সাফল্য ও প্রাচুর্যের
অধিকারী হতে পারেন...
আপনার মাধ্যমেই শুরু হতে পারে নতুন বংশধারা...
-
★৪. আপনার জীবনধারায় কি সবর বা ধৈর্য্যে এর অভাব আছে? যে কোন ঘটনা বা পরিস্থিতিতে আপনি কি অস্থির হয়ে পড়েন?
যদি তা-ই হয়... তবে চিন্তা করুন রবার্ট ব্রুশের কথা... অষ্টমবারে যিনি বিজয়ী হয়েছিলেন...
মাও সে তুং-এর কথা। লং মার্চে শতকরা ৯০ জন সঙ্গী নিহত হওয়ার পরও যিনি সবর করেছিলেন...
দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা... 
২৯ বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে অপেক্ষা করেছিলেন...
আয়াতুল্লাহ খােমেনীর কথা... শাহের নির্যাতন ও দীর্ঘ নির্বাসন অম্লানবদনে হজম করেছিলেন...
সুতরাং আপনার সবর... আপনার অপেক্ষা করার ক্ষমতা পাহাড়সম বাঁধাকে টলিয়ে দিতে পারে...
-
★মনের আয়নায় নিজেকে ভালভাবে অবলােকন করুন। অনুভব করুন, নিজের চেহারা, উচ্চতা, রং, রূপ... 
অনুভব করুন, আপনার কারও মত হওয়ার প্রয়ােজন নেই। কারও পােশাক, কারও ফ্যাশন, কারও স্টাইল অনুকরণ করার প্রয়ােজন নেই।
কাউকে অনুকরণ করতে গেলে নিজের সত্তাকেই অপমান করা হয়... 
অনুভব করুন আপনার চেহারা ও শারীরিক অনন্যতাকে। আপনার মত দ্বিতীয় কেউ এই পৃথিবীতে
নেই। 
অনুভব করুন আপনি আপনার মতই সুন্দর। আপনি অনন্য। 
অনুভব করুন আপনার এমন কিছু মেধা, গুণ ও যােগ্যতা রয়েছে যা আর কারও নেই। এই মেধা ও যােগ্যতাকে বিকশিত করেই আপনি সাফল্য ও প্রাচুর্যের অধিকারী হবেন।

Comments

Popular posts from this blog

Error Solved "601 no corresponding activity was found"

প্রয়োজনীয় ২টি টুলঃ Driver Update Monitor (DUMo) ও Software Update Monitor (SUMo)

চাঁদের অবস্থান ভূগোল দিয়ে