নতুন স্টেশনের জন্য প্রস্তাবনা
আপনি কি চান আপনার এলাকায় নতুন কোন স্টেশন হউক? কোনো জোড়ালো যুক্তি কি দাঁড় করাতে পারবেন?
উত্তর যদি হাঁ বাচক হয় তবে চলুন কিছু শর্ত পূরন করি।
প্রথমে আপনার এলাকার মাক্সিমাম গন্যমান্য ব্যক্তিদের একত্রিত করে তাদের মতামত নিন। সংখ্যাগরিষ্ট জনগনের ইচ্ছার অনুলিপি এবং কিছু শর্তাবলী পূরন করে আবেদন পত্রটি চট্টগ্রামস্থ সিআরবির সিটিএম দপ্তরের হার ও উন্নয়ন শাখায় জমা দিতে হবে। কর্তৃপক্ষ সেটি পূঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন।
,
আসুন শর্ত গুলো জেনে নেই,,,,
প্রস্তাবিত স্টেশনটি
১) রেলওয়ের দুরত্বের হিসেব অনুযায়ী কত কিলোমিটারে অবস্থিত তাহা বের করতে হবে।
২) স্থানটি উঁচু না নিচু জমিতে অবস্থিত, সে তথ্য সংগ্রহ করতে হবে।
৩) প্রস্তাবিত জায়গাটি, কোন গ্রাম, কোন ইউনিয়ন, কোন উপজেলা, এবং কোন জেলায় অবস্থিত তা উল্লেখ করতে হবে।
৪) প্রস্তাবিত স্থানের আশেপাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের সংখ্যা কত, স্টেশন হতে উহাদের দুরুত্ব কত, শহর উপশহর বা লোকালয় থেকে কত দুরে অবস্থিত সে তথ্য উল্লেখ করতে হবে।
৫) প্রস্তাবিত স্টেশনটির আশেপাশে কোনো মিল কারখানা আছে কিনা সে তথ্য দিতে হবে।
৬) কাছাকাছি কোনো হাটবাজার আছে কিনা? যদি থাকে তাহলে সপ্তাহে কতবার হাট এবং বাজার বসে, সে তথ্য উল্লেখ থাকতে হবে।
৭) কাছাকাছি কোনো নদনদী এবং নদীবন্দর আছে কিনা? থাকলে উক্ত স্থান দিয়ে কি কি মালামাল বা দ্রব্যাদি পরিবহন করা হয় সে ব্যাপারে তথ্য নিতে হবে।
৮) উক্ত স্টেশনটির মধ্যদিয়ে যাত্রী ও মালামাল পরিবহনের সম্ভাব্যতা, জনসংখ্যার ঘনত্ব কত, জনগনের মূল পেশা কি, উচ্চশ্রেনী ও সাধারন শ্রেনীতে যাত্রীদের ভ্রমনের সম্ভাব্যতা কত, পার্শেল ট্রাফিকের জন্য হাঁস মুরগী ডিম দুধ তরিতরকারি ইত্যাদি পন্য কেমন উৎপন্ন হয়।
৯) অন্যান্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতার ধরন সম্পর্কে তথ্য দিতে হবে, যেমন সড়ক পথে বাস ট্রাক কেমন চলাচল করে, কোন কোন গন্তব্যে চলাচল করে, ভাড়ার হার কত, কি কি ধরনের মালামাল পরিবাহিত হয়, তাছাড়া নদীপথে কেমন সংখ্যক নৌকা চলাচল করে, গন্তব্য কোথায় কোথায় এবং ভাড়ার হার কত।
১০) প্রস্তাবিত নতুন স্টেশন তৈরি করতে হলে, স্টেশন ভবন, এপ্রোচ রোড, যাত্রী সুবিধার জন্য বিশ্রামাগার, প্লাটফরম, শৌচাগার, পানির কল, কর্মচারীদের জন্য বাসস্থান সহ অন্যান্য স্থাপনা সমূহের নির্মান ব্যয় এবং রক্ষনাবেক্ষন ব্যয় কত হবে তার একটা খতিয়ান তৈরি করতে হবে।
১১) প্রস্তাবিত স্টেশনের স্থান থেকে দুপাশের রেলওয়ের দুটি স্টেশনের নাম ও দুরত্ব উল্লেখ করতে হবে
,
ধন্যবাদ
,
ফেসবুকে আমাকে পাবেন
Comments
Post a Comment
Thanks For Comment