প্রিয় ভাই ও বোন সকল, রমজানের শুভেচ্ছা রইল আজ আপনাদের সামনে উপস্থাপন করবো ক্রসওভার পয়েন্ট বিষয়ক চিন্তাভাবনা। বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচল নিরাপদ ও নির্ভিঘ্ন রাখার অভিপ্রায়ে প্রত্যেক ইন্টারলকিং স্টেশনে স্ট্যার্ন্ডার্ড অনুযায়ী নিরাপত্তামূলক ডিভাইস ব্যবহার করে। এগুলোকে এক কথায় আইসোলেশন বলে। এই আইসোলেশন আবার পাঁচ প্রকার, তারমধ্যে ক্রসওভার পয়েন্ট অন্যতম। রেলওয়েতে পয়েন্টের কাজ মূলত এক লাইন থেকে অন্য লাইনে কোন ট্রেন বা ইঞ্জিনকে আনা নেওয়া করা। আমাদের স্বপ্নের ট্রেন গুলো সাধারনত মেইন লাইন আর লুপ লাইনেই চলতে অভ্যস্থ। তবে বিপত্তি তখনি শুরু হয় যখন কোন একটা মেইন লাইন, চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। তখন ত্রাণকর্তা ক্রসওভার পয়েন্টকেই আশির্বাদ মনে করা হয়। তাই জানতে হবে ক্রসওভার পয়েন্ট কি? তার আগে জেনে নেই, রেলওয়েতে দুধরনের সেকসান আছে, এক সিঙ্গেল লাইন (যেমন লাকসাম আখাউড়া সেকসান), দুই ডাবল লাইন(যেমন চট্টগ্রাম টু লাকসাম) সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আপ আর ডাউন বলতে ঐ একটাই মেইন লাইন। তাই সেখানে ক্রসওভার পয়েন্ট বসানোর সুযোগ নেই। ডাবল লাইনের ক্ষেত্রে মেইন লাইন দুটি, আপ এবং ডাউন। আ...