হীনম্মন্যতা দূর করুন
হীনম্মন্যতা দূর করুন - ক্রমাগত নেতিবাচক চিন্তা মনের গভীরে হীনম্মন্যতার জন্ম দেয়। হীনম্মন্যতা এমন এক দুষ্ট ক্ষত যা একদিকে মনােদৈহিক জটিলতা সৃষ্টি করে এবং অপর দিকে সাফল্য ও প্রাচুর্যের পথে অলঙ্নীয় প্রতিবন্ধকতার কারণ হয়। মানুষের অসীম সম্ভাবনার পথে, আত্মবিকাশের পথে এক বড় অন্তরায় হচ্ছে হীনম্মন্যতা। হীনম্মন্যতার কারণ বেশিরভাগ সময়ই একাধিক। এ কারণগুলােকে শনাক্ত করতে পারলে এগুলাের অসারত্ব খুব সহজেই অনুধাবন করা যায়। আর এর ফলে সৃষ্ট মনােজাগতিক দাসত্বের শৃঙ্খলও সহজেই ছিন্ন করা যায়। চোখ বন্ধ করে নিজের মনের বিশাল আয়নায় নিজেকে দেখুন। নিজেকে বিশ্লেষণ করুন। কোন ধরনের হীনম্মন্যতায় আপনি ভােগেন... এক এক করে বের করার চেষ্টা করুন... সময় নিয়ে বিশ্লেষণ করুন... - ★১. আপনি কি আপনার চেহারা, উচ্চতা, রং, রূপ, কণ্ঠস্বর বা শারীরিক কোন ত্রুটি নিয়ে হীনম্মন্যতায় ভােগেন?... এটা আপনার প্রাচুর্য ও সাফল্যের পথে অন্তরায় নয়... দেখুন না মহাকবি শেখ সাদীর চেহারা ছিল খুব বিশ্রি... সঙ্গীত সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরের চেহারা... মােটেই সুশ্রী নয় । নেপােলিয়ন বেঁটে ছিলেন... তৈমুর লং খোঁড়া ছিলেন... মহিয়সী হেলেন কেলার...