সারা বিশ্বে একই দিনে ঈদ পালন সম্ভব
সারা বিশ্বে একই দিনে ঈদ পালন সম্ভব আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার।পুরা লেখাটা পরে মতামতের অপেক্ষায় রইলাম। . কোন মাঝহাবের লোকেরা একজন ইমামকে মানে না।যদি কেউ দাবি করে আমি বলব হয়ত সে নিজের মাঝহাবকে বুঝে নাই নতুবা মিথ্যা বলে।আসুন হানাফি মাঝহাবের লোকেরা ইমাম আবু হানিফাকে মানে কিনা? . ইমাম আবু হানিফা(রহ:) বলেছেন,যদি দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোন এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায় তাহলে পুরা দুনিয়ার মানুষকে এক হুকুম মেনে নিতে হবে।তিনি দলিল পেশ করেছেন, তিনি বলেছেন যে,এটাই যুক্তিসংগত।কারন হচ্ছে এই দুনিয়া কইটি?একটি। চাঁদ কইটি?একটি। কুরআন কইটি?একটি। আমরা কয় নবীর উম্মত?এক নবীর। আমরা জুমাহ পড়ি কইদিনে?একদিনে। সারা দুনিয়ায় জুমার নামাজ এক দিনে পরি নাকি ভিন্ন ভিন্ন পরি?এক দিনে পরি।সময় যার যার মত।তাহলে ইমাম আবু হানিফা(রহ:) এর বক্তব্য হচ্ছে এই সারা দুনিয়াতে যেকোন প্রান্তে যদি চাঁদ দেখা যায়, তাহলে সারা দুনিয়ার লোকেরা রোজা রাখা শুরু করবে একসাথে।আবার সারা দুনিয়ার কোন এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায় তাহলে ঈদ হয়ে যাবে। এটাই আবু হানিফা (রহ:)এর বক্তব্য এবং তিনি...