Posts

Showing posts from August, 2020

পেনশন হিসেব সফ্টওয়ার

Image
যারা সরকারী চাকুরীতে আছেন, তাদের পেনশন হিসেব বের করার জন্য একটি এন্ড্রয়েড সফ্টওয়ার তৈরী করা হয়েছে। এর মাধ্যমে ছুটির টাকা, পেনশন নির্ধারন ও সম্ভাব্য আনুতোষিক বের করতে পারবেন। অন্যকোন জটিলতা থাকলে হিসেব বিভাগে যোগাযোগ করে সমাধান করবেন। সফ্টওয়ারের কোন অংশ বুঝতে না পারলে কমেন্টে জানাবেন।  ধন্যবাদ - পেনশন সফ্টওয়ার লিংক