সহজভাবে বুটেবল USB ড্রাইভ তৈরি করুন সাধারন ব্যাবহারকারীরা পিসি বা ল্যাপটপে উইন্ডোজ অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম ইন্সটল করতে বাজার থেকে CD অথবা DVD কিনে অপারেটিং সিস্টেম ইন্সটল করে। এক্সপার্ট ব্যাবহারকারীরা বুটেবল USB ড্রাইভ তৈরি করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকে। CD অথবা DVD আর USB ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করার মধ্য পার্থক্য আছে। CD অথবা DVD প্রতি সেকেন্ডে ২০ মেগাবাইট ডেটা ট্রান্সফার করতে পারে। USB ড্রাইভ প্রতি সেকেন্ডে 60 মেগাবাইট থেকে ২.৫ গিগাবাইট ডেটা ট্রান্সফার করার ক্ষমতা রাখে। USB ড্রাইভ ভার্সনের উপর এই গতি নির্ভর করে। USB ভার্সন ২, ৩, ৩.১ এবং ৩.২ প্রতি সেকেন্ডে যথাক্রমে ৬০ মেগাবাইট, ৬২৫ মেগাবাইট, ১.২৫ গিগাবাইট এবং ২.৫ গিগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। সহজেই বুঝতে পারছেন CD অথবা DVD থেকে USB ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে কম সময় প্রয়োজন হবে। USB ড্রাইভ হিসেবে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে। তবে আমি আপনাদেরকে পেনড্রাইভ ব্যাবহার করার পরামর্শ...